গল্পগুচ্ছতে প্রকাশিত লেখার বিষয়ভাবনা বা বক্তব্যের দায় লেখকের । সম্পাদক কোনভাবেই দায়ী থাকবেন না ।

শুক্রবার, ২৭ মে, ২০১৬

সম্পাদকীয়



ঘোষণা মত বিশেষ অণুগল্প সংখ্যা প্রকাশিত হল । দুটি করে গল্প চেয়েছিলাম । বলে রাখি, বিপুল সাড়া পেয়েছি । যারা দুটি করে গল্প পাঠিয়েছেন তাদের অনেকের ক্ষেত্রেই একটি করে গল্প গ্রহণ করেছি । স্পষ্ট নির্দেশ ছিল গল্পের শব্দসীমা অন্তত ২৫০ এবং সর্বাধিক ৩৫০ কাম্য । ৭০/৮০ শব্দের গল্প যেমন পেয়েছি, ৪০০/৪৫০ শব্দের লেখাও পেয়েছি । এমন কিছু লেখা দেওয়া গেলো না । লেখা পাঠানোর সময়সীমা ছিল ২০শে মে, তারপরেও অনেকে লেখা পাঠিয়েছেন । সেই লেখাগুলি গ্রাহ্য হয়নি, আমি নিরুপায় । সাড়ে তিনশো শব্দসীমা অতিক্রম করেছে এমন কিছু লেখা গল্পগুচ্ছর নিয়মিত সংখ্যায় দেবো । অন্যান্য কারণেও অনেক লেখা গ্রহণযোগ্য মনে হয়নি । অমনোনীত লেখাগুলি সম্পর্কে কোন পত্রালাপ করা সম্ভব নয় ।

গল্প বা গদ্যকাহিনীর ক্ষেত্রে ‘অণুগল্প’ ধারণাটি নিতান্তই নবীন । ওয়েব পত্রিকাগুলিই অণুগল্পের ধাত্রীগৃহ । অভিধা থেকেই স্পষ্ট এমন গল্প আকারে ছোট হবে । কিন্তু কত ছোট তার কোন সর্বজনগ্রাহ্য মিমাংসা এখনও পর্যন্ত কেউ করেছেন এমন জানা নেই । আকারে ছোট হলেও সেটি ‘গল্প’ হয়ে উঠেছে কি না এটাই বিচার্য । ‘অণুগল্প’ ও ‘ছোটগল্প’র মধ্যে কোন প্রকরণগত প্রভেদ আছে বলেও আমি মনে করি না । নাটকীয় আকর্ষণীয়তা, উৎকন্ঠা, চরম মুহূর্ত, লিখনশৈলীর দৃঢ় সঙ্ঘবদ্ধতাই সার্থক ছোট গল্পের বৈশিষ্ট্য । অণুগল্পের ক্ষেত্রেও এই মূলগত বৈশিষ্ট্যগুলি বজায় থাকা চাই । রবীন্দ্রনাথই বাংলা ছোটগল্পের ভগীরথ । তাঁর কথায় –
“ছোট প্রাণ, ছোট ব্যথা
ছোট ছোট দুঃখকথা
নিতান্তই সহজ সরল,
সহস্র বস্মৃতিরাশি
প্রত্যহ যেতেছে ভাসি
তারি দু-চারিটি অশ্রুজল ।
নাহি বর্ণনার ছটা
ঘটনার ঘনঘটা
নাহি তত্ব নাহি উপদেশ ।
অন্তরে অতৃপ্ত রবে
সাঙ্গ করি মনে হবে
শেষ হয়ে হইল না শেষ” ।
অর্থাৎ ‘ছোটগল্পে ঘটনার ঘনঘটা, বর্ণণার ছটা থাকে না, তত্ব, উপদেশও থাকে না, থাকে অতৃপ্তি যাতে মনে হয় শেষ হয়ে না হইল শেষ’ । এর চেয়ে ছোটগল্পের বা অণুগল্পের যোগ্যতম সংজ্ঞা আর কিইবা হতে পারে ।
  
‘গল্পগুচ্ছ’ বিগত পাঁচ বছর ধরে নিয়মিত প্রকাশ হয়ে চলেছে, বিপুল পাঠক সমাদরও ইতিমধ্যেই পেয়েছে । আশা করবো এই বিশেষ অনুগল্প সংখ্যাটিও পাঠক সমাদৃত হবে । এই সংখ্যায় প্রকাশিত হল ৪০ জন লেখকের ৫৬টি গল্প, তার মধ্যে ১৯ জন গল্পকার এই প্রথম লিখছেন গল্পগুচ্ছতে  । বিপুল সংখ্যক প্রাপ্ত লেখার মধ্য থেকে প্রকাশিতব্য লেখার নির্বাচন, সম্পাদনা ও প্রকাশনা এক কঠিন কাজ, সময় ও শ্রমসাধ্য তো বটেই । একসঙ্গে বাংলা গল্পের এমন বিপুল সমাবেশ এর আগে কোন ওয়েব পত্রিকায় হয়েছে বলে আমার জানা নেই । সেই হিসাবে কিছু ভুল-ভ্রান্তি মার্জনীয় । আমার শংশয় নেই যে সংশোধনযোগ্য অনেক ভুলভ্রান্তি থেকে গেছে । সুধী পাঠক মার্জনা করবেন । খুশি হবো পাঠকের পাঠ-প্রতিক্রিয়া ও মতামত জানতে পারলে ।