
অনিঃশেষ সুর
ছেলেটার মাথার খুলি উড়ে গিয়েছিলো । ঘিলু
ছিটকে ছিটকে পড়েছিলো এদিক-ওদিক । তবে তার বুক ধুকপুক করছিলো খুব ।
একজন
কবি সে পথ দিয়ে যাচ্ছিলো । হঠাৎ সে দাঁড়িয়ে পড়লো । একটু দূরে দাঁড়িয়ে সে
মাতাল-মাতাল হাসতে থাকলো । পাশের এক ভদ্রলোক খুব অবাক হল তাকে দেখে । জিজ্ঞেস করলো
কবিকে,আপনি হাসেন কেমন এমন করে ? কবি উত্তর দিলো,দেখছি ব্যাপারটা খুব মন দিয়ে । বুকটা এখনো কি সুন্দর ধুকপুক করছে । তাই
না ?
সে তো করেই । করে না ?
এখনো প্রাণটা আছে যে ।
--ভদ্রলোক একথা বেশ বিজ্ঞের সুরে বললে কবি খুব প্রশান্তির হাসি হেসে উত্তর দিলো,তাও নয় । প্রেম গো প্রেম । সে আর কোথায় যাবে ? তবে থামবে । একসময় থেমে যায় । এও বুঝি জানা নেই ?
--ভদ্রলোক একথা বেশ বিজ্ঞের সুরে বললে কবি খুব প্রশান্তির হাসি হেসে উত্তর দিলো,তাও নয় । প্রেম গো প্রেম । সে আর কোথায় যাবে ? তবে থামবে । একসময় থেমে যায় । এও বুঝি জানা নেই ?
সে
ভদ্রলোক কবিকে পাগল-টাগল কিছু ভেবে বেশ বিরক্তির সঙ্গে বাঁকা হাসি হাসতে হাসতে চলে
গেলো তারপর । কবির হাসি শেষে থামল হঠাৎ এক পশলা বৃষ্টি ঝরতে দেখে । চোখ ছলছল করে
উঠলো নিমেষে তার ।
কণ্ঠীবদল
শ্যামদাস বাবাজী নপাড়ায় এক নবীনা
বৈষ্ণবীকে নিয়ে এল । সবাই দেখে তো অবাক । বাবাজীকে বলেই বসল কে এক, এ তোমার কে গো ? গদগদ হেসে বাবাজী উত্তর দিল, এ আমার স্ত্রী । কেন গো ? ভাল না ?
সবিস্ময়ে অনেকেই বলে উঠল,বৈষ্ণব আবার কবে বিয়ে করে ? এ তোমাদর ঠিক হল
না । শুনে হেসে ফেলল বৈষ্ণবী । হাসতে হাসতে বলল,কেন নয়
শুনি ? আমাদের ঘর গড়ার ইচ্ছে জাগে না বুঝি ? তবে কৃষ্ণ-পথেই আমাদের ঘর ।
একজন জিজ্ঞেস করল,তোমাদের বিয়ের ধারাটা কেমন জানতে পারি ? শ্যামদাস
বাবাজী জবাব দিল,কণ্ঠীবদল । তুলসীর মালা দিয়ে দুজন দুজনকে
বরণ করি । তোমাদের মতো নয় । আর একজন একটু ব্যঙ্গের সুরে বলে উঠল,’কিন্তু বয়সে খাপ
খায় না যে দুজনের ।
নবীনা বৈষ্ণবী সঙ্গে-সঙ্গে জবাব দিয়ে বসল,কেন গো ? তোমাদের কারোর সঙ্গে আমার হলে ভাল হত
? লজ্জা পেয়ে গেল অনেকেই । আর কেউ
দাঁড়িয়ে থাকতে চাইল না সেখানে । একজন সদ্য বৈষ্ণব শুধু এক-মুখ হেসে বলে উঠল,ঠিক দিয়েছ । এরা বয়সের কথা ভেবে-ভেবে লোকালয়কে জঙ্গল বানিয়ে ছাড়ল গো ।
তার কথা শুনে একসাথে হেসে উঠল শ্যামদাস
বাবাজী আর তার বৈষ্ণবী । ওদের হাসির মধ্যে তবু ছিল সকরুণ বীণার অশ্রুত সুর । তাই
রোদের মুখ ঢেকে গেলো তৎক্ষণাৎ ছায়ার ঘোমটায় । শ্যামদাস বাবাজী বলল অস্ফুট-স্বরে
তার স্ত্রীকে,সাবধানে থেকো । এ যে লোকালয় ।