গল্পগুচ্ছতে প্রকাশিত লেখার বিষয়ভাবনা বা বক্তব্যের দায় লেখকের । সম্পাদক কোনভাবেই দায়ী থাকবেন না ।

সোমবার, ১৮ জুলাই, ২০১৬

সতীশ বিশ্বাস



 উপহার
                                   

পাশাপাশি দুটো বাড়ি। দয়াময়বাবুর আর নীতীশবাবুর।
এই মুহূর্তে,দুই বাড়ির গেটে দুই ভিখিরি। দুখু আর দীনু। দয়াময়বাবু দুখুকে বলছেন, ‘আহা,তোর কত কষ্ট। শোন্‌,তুই রোজ সকালে এসে আমার কাছ থেকে ১০ টাকা করে নিয়ে যাস। কতজন তো কতভাবে সমাজসেবা করে, আমি না হয় এভাবেই করলাম।তিনি দুখুকে টাকা দিলেন। দুখু সে টাকা নিয়ে বাজারে গিয়ে ২টাকা কিলো দরে চাল,সামান্য সবজি আর একটু চুনোমাছ কিনল। তার গিন্নি জম্পেশ করে রান্না করল। দুখু সে রান্না খেয়ে শুয়ে ঠ্যাঙের উপর ঠ্যাঙ তুলে দোলাতে লাগল। ওদিকে,নীতীশবাবু দীনুকে দেখে বললেন, ‘শোন,আমি তোমাকে রোজ রোজ নয়, এককালীন ৩০০টাকা দিচ্ছি। কিন্তু আর কোনদিন যেন তোমাকে ভিক্ষে করতে না দেখি। রাজি?’
-রাজি।
তিনি দীনুকে ৩০০ টাকা দিলেন। দীনু সে টাকা নিয়ে একটা মোরগ আর কয়েকটা মুরগি কিনল। তাদের ঘর বানিয়ে দিল। প্রতিদিন তাদের খাবার জোগাড় আর দেখাশোনার পেছনে খুব পরিশ্রম করতে লাগল। ঠিক ৬ মাস পর। সেদিনও রোজকার মতো, দুখু এল  ১০ টাকা ভিক্ষে নিতে। আর দীনু এসেছে সঙ্গে কিছু ডিম নিয়ে নীতীশবাবুকে উপহার দেবে বলে।