গল্পগুচ্ছতে প্রকাশিত লেখার বিষয়ভাবনা বা বক্তব্যের দায় লেখকের । সম্পাদক কোনভাবেই দায়ী থাকবেন না ।

বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯

শুভাশিস দাশ

অনুশোচনা


কলেজ লাইফে অনিমেষ একরকম পাত্তা দিতো না রামলোচনকে l বন্ধু ছিলো বটে কিন্তু অনিমেষ তখনই বড় বড় পত্রিকায় লিখত l রামলোচনও লিখতো কিন্তু ওতো  গ্রাম থেকে আসত তাই ওর যোগাযোগও কম ছিলো l দুজনেই বাংলা বিভাগের ছাত্র ছিলো l

একবার কলেজে দেয়াল ম্যাগাজিন করবে বলে মনস্থির করলো ওরা l কিন্তু সম্পাদক কে হবে এই নিয়ে একটু খটকা লাগলো l বেশির ভাগ ছাত্র ছাত্রীরা রামলোচনকে প্রেফার করলো বটে কিন্তু অনিমেষ তাতে লেখা দিলো না l এমন কি পত্রিকা প্রকাশের দিন সে কলেজে অনুপস্থিত রইলো l
বাংলা স্যার দীপক বাবু একবার অবশ্য বলেছিলেন অনিমেষ কই কিন্তু পরে আর সে কথা ওঠেনি l
ফাইনাল পরীক্ষার পর আর কারো সাথে কারো দেখা নেই l
অনিমেষ এস ডি ও অফিসে চাকরি পেয়েছে l রামলোচন গ্রামের বাড়ি থেকে কলকাতা গিয়ে সেটেলড হয়েছে l
রামলোচনের ইচ্ছে ছিলো একটি বড় পত্রিকা সম্পাদনা করবে l সেই ইচ্ছে যে এইভাবে পূরণ হবে তা সে স্বপ্নেও ভাবেনি l
শ্বশুর বাড়ীর লোকেরা ফেভারে ছিলো তাই খুব সহজেই কলকাতার বুক থেকে একটি নামী পত্রিকা বের করলো এবং প্রতিষ্ঠাও পেলো l
সাহিত্য মাসিক "মন কথা " l কলকাতা থেকে দিনহাটা পত্রিকাটি সর্বত্রই বেশ চলছে l নামী লেখক দের সাথে উঠতিদের সুযোগ দিচ্ছে সম্পাদক ফলে পত্রিকার বিক্রি যথেষ্ট ভালো l আবার বার্ষিক পুরস্কারও দিচ্ছে এই পত্রিকা l যার অর্থমূল্য কুড়ি হাজার টাকা ,একটি রুপার ডিশ !
অনিমেষও কোচবিহার থেকে লিখছে অন্যান্য পত্রিকায় l তবে" মন কথা "পত্রিকাটির সম্পাদক কে তা জানতে পারেনি l কেননা রামলোচন তো তার সেই নাম রাখেনি l শুধু লোচন রায় l
একদিন অনিমেষ একটি মন কথা কিনে আনলো l নাড়া চাড়া করে ভালোই লাগলো l ভাবলো কবিতা পাঠাবে l পত্রিকাতে দেয়া মেল অ্যাড্রেস -এ কবিতা পাঠাতে গিয়ে থমকে গেলো অনিমেষ lমেল এর ছবিতে রামলোচনের মুখ , একি !ম্পাদক কে তো চেনা চেনা লাগছে l মুহূর্তেই ভেসে উঠলো রামলোচন এর মুখ ! কিছুক্ষণ ল্যাপটপের দিকে তাকিয়ে রইলো !
কলেজ জীবনের কতো কথা মনে পড়ে গেলো l কতই না তাচ্ছিল্য করেছি !ভাবতে ভাবতে গিন্নি ডাক দিলো -কি গো খাবে না ?ওভাবে কী দেখছো ?
এই যে লোকটির ছবি দেখছো সে আমার কলেজ জীবনের বন্ধু l কুর্সাহাটে বাড়ি ছিলো l আমরা দিনহাটা কলেজে একসাথে পড়তাম lওকে খুব হেজিয়েছি কলেজ লাইফে ! এমন কি কবিতা লিখত সে ,আমরা বন্ধুরা খুব অবহেলা করতাম !
অনিমেষ মনে মনে কষ্ট পেলো ! অনিমেষের অনেক কথা মনে পড়ে গেলো !