গল্পগুচ্ছতে প্রকাশিত লেখার বিষয়ভাবনা বা বক্তব্যের দায় লেখকের । সম্পাদক কোনভাবেই দায়ী থাকবেন না ।

রবিবার, ২৬ আগস্ট, ২০১৮

সুধাংশু চক্রবর্ত্তী

কী এমন বস্তু চুরি হলো কে জানে

লোকজনের হাঁকডাকে কাঁচা ঘুমটা ভেঙে যেতে শোয়া ছেড়ে ধড়মড়িয়ে উঠে বসলেন বিপ্রতীপবাবু । তারপরই যা দেখলেন তাতে তাঁর দুচোখ কপালে উঠলো ঘরের বাইরে এতো লোক জমেছে কেন ! ওরা নিজেদের মধ্যে কীসব যেন বলাবলি করছে ফিসফিস করে ! বাড়িতে কি চুরি-ডাকাতি হলো ! এতোটাই ঘুমে তলিয়ে ছিলেন যে কিচ্ছুটি টের পেলেন না ! ভাবনা ছেড়ে দ্রুত নেমে এলেন বিছানা থেকে তাকে দেখেও লোকগুলো না দেখার ভান করে সমানে ফিসফাস চালিয়ে যেতে থাকলো নিজেদের মধ্যে ।

বিপ্রতীপবাবু ওদের পাশ কাটিয়ে এসে ঢুকলেন বসার ঘরে স্ত্রী বহ্নিশিখা কপাল চাপড়াতে চাপড়াতে ইনিয়েবিনিয়ে কাঁদছেন সেই ঘরে । কেন ? তবে কি বহ্নিশিখার সাধের গহনাগুলো চুরি হয়ে গেল ? কতবার সাবধান করেছেন, ‘অত সোনাদানা পড়ে থেকো না কে কখন দেখে ফেলবে বিপদ ঘটতে কতক্ষণ শোনেননি রাত্রে বুঝি সেই বিপদই ঘটেছে কাছে গিয়ে শুধোনোর সাহস পাচ্ছেন না যা মুখরা মহিলা গত রাত্রের ঘুমের যে সুমধুর রেশটুকু এখনো দুচোখের পাতায় লেগে আছে এই মহিলা যে কথার খোঁচায় সেটুকুর দফারফা করে ছাড়বেন

বাইরে এসে দেখেন একমাত্র ছেলে বিবেক বারান্দার এক ধারে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছে দিন আগেই দামী একটা সেলফোন কিনেছে একপ্রকার জেদ করে । সেটাই চুরি গেল নাকি ! সেই শোক সামলাতে না পেরে কেঁদে সাড়া হচ্ছে দেখে বন্ধুরা কি ওকে সান্ত্বনা দিচ্ছে !

গতরাত্রে এই সেলফোন নিয়েই বেদম কাজিয়া বেঁধেছিলো বাপ ছেলের মধ্যে ছেলেটার কী দুর্মতি হয়েছিলো কে জানে বাকবিতণ্ডার মাঝেই রাগের মাথায় বাপকে সজোরে একটা ধাক্কা মেরে ফেলে দিয়েছিলো মেঝের ওপর বিপ্রতীপবাবু সেই দুঃখে রাতের খাবার না খেয়ে শুতে চলে গিয়েছিলেন নিজের ঘরে । তারপর কখন যেন গাঢ় ঘুমে তলিয়ে গিয়েছিলেন নিজেও টের পাননি

কিছুদিন যাবৎ শরীরটা ভালো যাচ্ছে না । গত রাত্রে ভালো ঘুম হবার দরুন অনুভব করছেন অসুস্থ শরীরটা বেশ ঝরঝরে হয়ে গিয়েছে তিনি সেই আনন্দে শিস দিতে দিতে উঠে এলেন তিনতলার ছাদে ডাক্তারের পরামর্শ মতো আজকাল এতোগুলো সিঁড়ি ভেঙে সচরাচর ছাদে ওঠেন না আজ উঠলেন এবং উঠতে উঠতে টের পেলেন বুকের বামদিকটায় অসম্ভব ব্যথা চাগাড় দিয়ে উঠেছে । এই ব্যথার দরুন মনে পড়ে গেল একটা কথা

গত রাত্রে বিবেকের সঙ্গে রাগারাগি করে এক মাথা আগুন নিয়ে এসে বিছানায় শুয়েছিলেন শোবার খানিক পর ঠিক এমনই ব্যথা উঠেছিলো বুকের বামদিকে সেইসঙ্গে তেষ্টায় ছাতি ফেটে যাবার উপক্রমও হয়েছিলো । জল খেতে গিয়ে দেখেছিলেন বহ্নিশিখা তখনো জলের গেলাস রেখে যাননি মাথার কাছে তারপর আর কিছু মনে নেই তাঁর মনে থাকবে কীকরে ? তিনি যে ততক্ষণে গাঢ় ঘুমে তলিয়ে গিয়েছেন