‘গল্পগুচ্ছ’
চার পেরিয়ে পাঁচে পা দিল । দেখতে দেখতে চারটি বছর পেরিয়ে গেল । এটি অতয়েব ‘গল্পগুচ্ছ’র
পঞ্চম বর্ষের প্রথম সংখ্যা । গল্পগুচ্ছর লেখক, পাঠক ও সমস্ত শুভানুধ্যায়ী – যারা বিগত
চারবছর সঙ্গে ছিলেন, এখনও সঙ্গে আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ । আমি নিশ্চিত, তারা সঙ্গে
থাকবেন যতদিন গল্পগুচ্ছ থাকবে । শারদ-উৎসব শেষে সকলকে জানাই বিজয়ার আন্তরিক প্রীতি
ও শুভেচ্ছা ।