গল্পগুচ্ছতে প্রকাশিত লেখার বিষয়ভাবনা বা বক্তব্যের দায় লেখকের । সম্পাদক কোনভাবেই দায়ী থাকবেন না ।

রবিবার, ৪ অক্টোবর, ২০১৫

দীপঙ্কর বেরা

অনু গল্প

কর্মের ক্ষেত্রপট
       
আবান খুব ভাল পড়াশুনা করে শহরতলীতে একটা কাজ পেয়ে যায় । পাকা কিন্তু
নির্দিষ্ট মাস মাইনে । মাসে দু তিনবার বাড়ি আসে ।
তার কিছুদিন পরে সুরত সাধারণ পড়াশুনায় একটু খাটাখাটনির কাজ পেয়ে যায় । তারই আশে পাশে । কিছু উপরি আছে । ফোকটেও উপার্জনের ব্যবস্থা আছে । প্রায়ই বাড়ি চলে আসে ।

আবান ও সুরত দুজনেই বছরের বিভিন্ন সময়ে দু একবার উৎসব করে পাড়া ডেকে খাওয়ায় । গ্রামের অন্যান্য ব্যাপারে আবানের নির্দিষ্ট আয়ে অবস্থান ধীরে ধীরে কমতে লাগল আর সুরতের ফোকটবাজি আরো বাড়তে লাগল , হাতে কাঁচা উপার্জন ফলে গ্রামে অবস্থানও বাড়তে লাগল । গ্রামে এখন শহরের হাওয়া । দুজনের এখনও গ্রামের সঙ্গে বেশ ভালই যোগাযোগ আছে । আহ্বান আবাহন আলোচনা সিধান্তে আবান পিছনে বসে আর সুরত একেবারে সামনে । মঞ্চ হয়তো আরো এগিয়ে যাবে ।