কোন এক শহর । অন্ধকার রাত্রি
প্রায় ১১টা বাজে। যায়গাটা সাব আর্বান। প্রায় লোকজন নেই বললেই হয়। তার ওপর রবিবার । একটি কম বয়েসি মেয়ে
হাতে বই খাতা পিঠে একটা ল্যাপ টপ । মেয়েটি এদিক ওদিক তাকাচ্ছে। ভয়ে ভয়ে
এগুচ্ছে । মাঝে মাঝে ঘড়ি দেখছে । দেখেই মনে হবে খুব ভয় পাচ্ছে । কারুর অপেক্ষায়
ছিল কিন্তু সে না আসাতে নিজেই রাস্তায় বেরিয়েছে মনেহয়। রাস্তায় তখন অটো কিম্বা বাস
নেই বললেই হয়। তবুও বাস স্টপের কাছে যায় । ওখানে একটি ছেলে দাঁড়িয়ে থাকতে দেখে
একটু ভরসা পায় কিন্তু কথা বলেনা ছেলেটির সঙ্গে ।
ছেলেটি এগিয়ে এসে বলে “কোথায় যাবে বোন ?”
মেয়েটি
কিছুই উত্তর না দিয়ে ঘড়ি দ্যাখে ।
ছেলেটি
আবার বলে , ”আমাকে বিশ্বাস
করতে পার। আমি তোমার বড় দাদার মতন । তুমি বাসে না ওঠা পর্যন্ত আমার দায়িত্ব তোমার
কাছে থাকা , তুমি গেলে তবেই আমি যাব
এখান থেকে।”
মেয়েটি
অবাক চোখে তাকায় ছেলেটির দিকে । মুখে তবুও কিছু বলেনা । মনে সন্দেহ কিন্তু মুখ
বন্দ ।
এই
সময় একটি অটো আসে তাতে এক মহিলা ও আরেকজন সহ যাত্রী ।
মেয়েটি
তার গন্তব্য স্থানের কথা বলে । অটোওয়ালা বলে , নির্দ্বিধায় আসুন আমি ছেড়ে দেব ভাড়া যা দেওয়ার দেবেন ।
অগত্যা
মেয়েটি উঠে পড়ে । সঙ্গে ওই ছেলেটি ।
মেয়েটি
সন্দেহ করে ছেলেটিকে । কিন্তু মুখে কিছু বলে না ।
কিছুদূর
গিয়ে সামনের মহিলাটি নেমে পড়েন।
অটোতে
এবারে তিনজন পুরুষ । সঙ্গে ওই মেয়েটি আর কেউ নেই ।
মেয়েটি
সত্যি ভয় পাচ্ছিল ।
অটোওয়ালা
বলে , "মা আমার
একটি মেয়ে আছে তোমার বয়সী "। সঙ্গের ছেলেটি বলে , "বোন আমার
তোমার বয়সী একটি বোন আছে । আমি দেখছি তুমি খুব ভয় পাচ্ছ । কেন এই ভয় ? নিজেকে এত
অসহায় মনে কোরনা" । আমরা দুষ্টু লোক নই । আমাদের বিশ্বাস কর।
মেয়েটি
এবার মুখ খোলে , ‘ধন্যবাদ’। মনে মনে ভাবে ওই 'বিশ্বাস' শব্দটা শব্দকোষ থেকে উঠে গিয়েছে ।
এর
মধ্যে ওর বাড়ির রাস্তা এসেযায়। মেয়েটি দ্রুত পায়ে নেমে পড়ে । অটো বালা এবং ছেলেটির
প্রতি কৃতজ্ঞতা পূর্ণ দৃষ্টিতে তাকায় এবং বলে, "আপনার না থাকলে আমি সত্যি
খুব অসুবিধেতে পড়তাম । আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। । আমি আপনাদের সত্যি ভয় পেয়েছিলাম
কিন্তু ......" ।
ছেলেটি
ও অটোচালক একসঙ্গে বলে ,
"না না এটাত আমাদের দায়িত্ব । তুমি আর রাতে বেরিওনা বোন ।
মেয়েটি এরপর ভাড়া মিটিয়ে চলে
যায় । মেয়েটি ভাবে , "না সকলে খারাপ
লোক নয় , সকলকে অবিশ্বাস করা
উচিৎ নয়। কিছু ভাল লোক এখন ও এই পৃথিবীতে আছেন । মেয়েটি তার ব্যবহারে লজ্জিত
হল।"
তার যাওয়ার রাস্তাটার
দিকে তাকিয়ে থাকে অটো ড্রাইভার এবং ছেলেটি । একটি তৃপ্তির নিঃশ্বাস নেয় দুজনে।
আসলে ওরা দুজনেই বাবা ছেলে ।