সবিনয় নিবেদন ।
অনেকেই দীর্ঘ গল্প পাঠাচ্ছেন । ব্লগে খুব বড় টেক্সট পোষ্ট করা সমস্যা হয় । এই
সংখ্যাতে দুটি দীর্ঘ লেখে পেয়েছিলাম । কিন্তু অনেক চেষ্টা করেও পোষ্ট করা গেলো না
। সুতরাং দুটি অংশে ভেঙে দিয়ে প্রথম অংশ
প্রকাশটি প্রকাশ করলাম । দ্বিতীয় অংশ পরের সংখ্যায় প্রকাশ করবো । এ ছাড়া উপায় ছিল
না ।
অনুরোধ করি, ‘গল্পগুচ্ছর’ জন্য লেখা
কম্পিউটার স্ক্রীণের পাঁচ / ছয় পৃষ্ঠার মধ্যে রাখবেন, নতুবা দুটি বা
তিনটি অংশে ভাগ করে পাঠাবেন ।