গল্পগুচ্ছতে প্রকাশিত লেখার বিষয়ভাবনা বা বক্তব্যের দায় লেখকের । সম্পাদক কোনভাবেই দায়ী থাকবেন না ।

বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০১৫

কেয়া মুখোপাধ্যায়



পরকীয়া

কনফারেন্স রুমঅপেক্ষা করতে করতে অস্থির হয়ে পায়চারি করছিল রঙ্গনসৃজা ঢুকলযেমন থাকে সবসময়েফিটফাট সাজগোজকোনও পরিবর্তন নেই আজও
চলে এলে তো মুশকিলপাশাপাশি কিউবিকলকথা বলার জন্যে কনফারেন্স রুমে আসা মানে কৌতূহল বাড়ানোসেটা বোঝ!
ফিরে চল প্লিজতুতুন নেইতুমি নেইভাল লাগছে না”...
আমি যে আর ফিরব না সে তো বলে দিয়েছিআমার পক্ষে আর সম্ভব হচ্ছে না
যা ভাবছ সবটা ভুলআমার কোন সম্পর্ক নেই দিয়ার সঙ্গে
তাই আমি চলে যেতেই ওকে ডেকে এনেছিলে বাড়িতে?”
আমি ডাকিনিবিশ্বাস কর
দিয়া ফোনে শুনল আমি রাগারাগি করে তুতুনকে নিয়ে বেরিয়ে গেছিঅমনি নাচতে নাচতে চলে এলসঙ্গে তোমার ডিনারতুতুনের ফেভারিট টয় এঞ্জিনটা নিতে ফিরে না এলে তো জানতেও পারতাম না! অসহ্য
আমি তুতুনকে ছেড়ে থাকতে পারছি নাঅতবড় ফ্ল্যাটটা খাঁ খাঁ করছেপ্লিজ চল
আমরা তো আগেও কথা বলেছি এটা নিয়েআমি ডিভোর্স চাইতারপর তুমি দিয়াকে নিয়ে এস
তাহলে ওটাই আসল কথাদিয়ার কথাটা বাহানা! যে কোন ভাবে ডিভোর্স চাই তোমার্! আর তুতুনআমি ওকে ছেড়ে থাকব কী করে?”
তুমি আননেসেসারি ট্রাবল না তৈরি করলে তুতুনের ব্যাপারেও একটা এগ্রিমেন্ট করে নেব এমিকেব্যলি
অসম্ভবআমি তুতুনকে চাইআমার কাছে
আর কোনো কথা না বলে রঙ্গনের দিকে একবার তীব্র দৃষ্টিতে তাকিয়ে বেরিয়ে গেলো সৃজাহতবাক হয়ে বসে পড়ল রঙ্গনভাবছিলসৃজা কি সত্যিই বোঝে না যে দিয়া শুধু একজন ভালো বন্ধু ছাড়া কিছু নয়! নাকি বুঝতে চায় না! দিয়া জানলে কষ্ট পাবে খুব!

ডোরবেলটা বাজতে দরজা খুলল শুভ
রোজ এক কথা আর ভালো লাগছে না প্রত্যেক দিন স্টার্টিং ফ্রম স্ক্যোয়ার ওয়ানমনে হচ্ছে না সহজে মিউচুয়াল ডিভোর্স দেবে
বি পেশেন্ট সৃজা অপেক্ষা করা ছাড়া তো উপায় নেই
আমি যদি অ্যাডাল্টারির চার্জ আনি?”
খুব ডিফিকাল্টপ্রমাণ করা যাবে নামিউচুয়ালি হলেই সব দিক ঠিক থাকে
আর তুতুনওর কাস্টডি নিয়ে তো ঝামেলা করবে মনে হচ্ছে!
তুতুন ওর খুব দুর্বল জায়গাব্যাপারটা খুব ট্যাক্টফুলি হ্যান্ডল করতে হবেরঙ্গনের সবকিছুতেই তো তুতুনের অধিকারভ্যালুয়েশনটা ভাবো! সব ছেড়ে দেবে!
কবে মিউচুয়াল ডিভোর্স দিতে রাজি হবে তার জন্যে অনন্তকাল বসে থাকব?”
উপায় কীদরকার হলে তুতুনের ব্যাপারেও সফট হয়ে যেরকম চায় সেরকম ব্যবস্থা করতে হবে
না তুতুনকে ছাড়ব না
শুভ এগিয়ে এলহাত রাখল সৃজার কাঁধে
তাড়াহুড়ো করা যাবে না সৃজাজোর করে কিছু করতে গেলে সব গোলমাল হয়ে যাবেউকিলদের গাঁটে গাঁটে দুর্বুদ্ধিউল্টে যদি তোমাকে চার্জ করে! শেষে দেখলে রাজপুত্তুর আমাদেরই রইলওদিকে রাজপুত্তুরের রাজত্ব হাতছাড়া ! ডিএনএ টেস্টের চ্যালেঞ্জটা তো আর অ্যাকসেপ্ট করা যাবে না!