গল্পগুচ্ছতে প্রকাশিত লেখার বিষয়ভাবনা বা বক্তব্যের দায় লেখকের । সম্পাদক কোনভাবেই দায়ী থাকবেন না ।

শুক্রবার, ২১ নভেম্বর, ২০১৪

সম্পাদকীয়


‘গল্পগুচ্ছ’ তার তিন বছরের পথচলা শেষ করে চতুর্থবর্ষে পৌছে গেলো । বর্তমান সংখ্যাটি ‘গল্পগুচ্ছ’র চতুর্থবর্ষের প্রথম সংখ্যা । গল্পগুচ্ছর এই পথ চলায় যেসব লেখক-লেখিকা, পাঠক-পাঠিকা, গল্পগুচ্ছর সঙ্গে থেকেছেন তাদের ধন্যবাদ জানাই । প্রত্যাশা করি গল্পগুচ্ছ আরো বেশি মানুষের সাহচর্য পাবে, তার চতুর্থ বর্ষের পরিক্রমা আরো বেশি অর্থবহ হয়ে উঠবে । সঙ্গে থাকুন ।