শারদোৎসব
শেষ হল । আলোর উৎসব দীপাবলী আসন্ন, আসন্ন ‘গল্পগুচ্ছ’র জন্মদিনও । এই সংখ্যাটিই
গল্পগুচ্ছর ষষ্ঠ বর্ষের শেষ সংখ্যা । আগামী ১৯শে অক্টোবর গল্পগুচ্ছ শুরু করবে তার
সপ্তম বর্ষের পথচলা । একটি ওয়েব পত্রিকার জীবনবৃত্তে ছটা বছর বড় কম নয় ।
‘গল্পগুচ্ছ’র এই ছয় বছরের পরিক্রমা সম্ভব হয়েছে তার লেখক-লেখিকা ও পাঠক-পাঠিকা
শুভানুধ্যায়ীদের সহযোগিতায় । গল্পগুচ্ছ কখনোই কোন গোষ্ঠীর পত্রিকা হয়ে ওঠেনি, আর
এটাই তার শক্তি ।
‘গল্পগুচ্ছ’র
সমস্ত লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীকে আসন্ন দীপাবলীর শুভেচ্ছা জানাই । আমাদের জীবন
আলোকময় হোক, ভালো থাকুন ।