গল্পগুচ্ছতে প্রকাশিত লেখার বিষয়ভাবনা বা বক্তব্যের দায় লেখকের । সম্পাদক কোনভাবেই দায়ী থাকবেন না ।

শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭

সম্পাদকীয়

গল্পগুচ্ছ ছয় পেরিয়ে সাতে পা দিল । এই সংখ্যাট গল্পগুচ্ছর সপ্তম বর্ষের প্রথম সংখ্যা । সেই কবে ১৪ই অক্টোবর ২০১১তে একটি মাত্র গল্প নিয়ে আমার নিজের লেখার ব্লগ হিসাবে গল্পগুচ্ছর প্রকাশ শুরু করেছিলাম । তারপর অচিরে সেটাই হয়ে গেল পাক্ষিক ওয়েব পত্রিকা । একটা ওয়েব পত্রিকার ক্ষেত্রে ছ ছটা বছর বড় কম সময় নয় । আমি নিজেই অবাক হয়ে যাই এই ছয় বছরে ১০৭৭টি গল্প অন্তর্জালে ছড়িয়ে দিতে পেরেছে গল্পগুচ্ছ, আর এই সময়কালে গল্পগুচ্ছর পৃষ্ঠা দর্শন করেছেন ২লক্ষ ৬৬ হাজার পাঠক ।


গল্পগুচ্ছর এই ছয় বছরের পথচলা সম্ভব হয়েছে তার লেখক, পাঠক  অগণিত শুভানুধ্যায়ীর শুভেচ্ছা ও সহযোগিতায় । তাদের অভিবাদন জানাই । ছ বছর আগে যে গল্পটি দিয়ে ‘গল্পগুচ্ছ’ তার যাত্রা শুরু করেছিল ২০১১র ১৪ই অক্টোবর, সেই ‘নীলমনি ও সত্যপ্রকাশ’ শিরোনামের গল্পটি এই সংখ্যায় পুণঃপ্রকাশ করলাম গল্পগুচ্ছর প্রথম দিনটির স্মরণে ।