‘গল্পগুচ্ছ’র সমস্ত
লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই ।
লেখকদের কাছে কয়েকটি
কথা সবিনয়ে নিবেদন করি ।
অনেকেই লেখা পাঠাচ্ছেন
বেশ অযত্নের সঙ্গে । অনেকে লেখা পাঠাচ্ছেন ‘বিজয়’ বা অন্য কোন বাংলা লিপিতে ।
তাদের আবার জানাই অভ্র কী-বোর্ডে টাইপ করা টেক্সট ফাইল ভিন্ন লেখা প্রকাশ করা যাবে
না । অনেকে মোবাইল সেট’এ টাইপ করে লেখা পাঠিয়ে থাকেন। ফলে, আমার কম্পিউটারে বা ব্লগে
পোষ্ট করার সময় লেখাগুলির পংক্তি বিন্যাস এলোমেলো হয়ে যায় । তাদের জানাই গল্পগুচ্ছর
জন্য লেখা কম্পিউটারে টেক্সট ফাইল করে না পাঠালে তা গ্রহণযোগ্য হবে না ।
লেখাগুলি
একটু একটু যত্ন করে, পংক্তি ও স্তবক বিন্যাস ঠিক-ঠাক আছে কি না তা দেখে পাঠালে
সম্পাদনার কাজ লাঘব হয় ও প্রকাশ কতে সুবিধা হয় । যে কোন লেখা প্রকাশের নান্দনিক
দিকটি দেখার দায় সম্পাদকের মত কিছুটা লেখকেরও থেকে যায় ।