গল্পগুচ্ছতে প্রকাশিত লেখার বিষয়ভাবনা বা বক্তব্যের দায় লেখকের । সম্পাদক কোনভাবেই দায়ী থাকবেন না ।

রবিবার, ১ জানুয়ারী, ২০১৭

কোয়েলী ঘোষ

গোলাপ দিবসে ...
                          

গাড়িটা জ্যামে আটকে গিয়েছিল সার সার গাড়ি চলেছে রাস্তায় সন্ধ্যে নেমেছে ,রাস্তায় দুদিকে তিনটে করে বাতি এত আলো ঝলমল আগে ছিল না  

  টাইটা আলগা করলেন অঞ্জনবাবু ,ঠিক সেই সময় জানলা দিয়ে এক বাচ্চা ছেলে এক গুচ্ছ গোলাপ বাড়িয়ে ধরল -- নিন বাবু, নিন আজ গোলাপ দিবস টাটকা লাল গোলাপ সুরভি ছড়াচ্ছে মৃদু  
তিনি না,লাগবে না বলে মুখ ফিরিয়ে নিলেন এসব বিলাসিতা তার কোনকালেই ছিল না

     ছেলেটা কিছুতেই ছাড়বে না কেমন মায়া হল বলে কিনেই ফেললেন শেষপর্যন্ত গাড়িটা আবার চলতে শুরু করেছে বেশ কয়েক বছর রিটায়ার্ড করে মধ্যমগ্রামে একটা একতলা বাড়ি কিনেছেন তিনি ফ্ল্যাট তাঁর কোনকালেই পছন্দ নয় আজ একটা কনফারেন্সে সল্ট লেক অফিসে যেতে হয়েছিল গাড়িও অফিস থেকেই পাঠিয়ে দিয়েছিল  


            গেট পেরিয়ে দরজার চাবি খুললেন অঞ্জনবাবু তারপর ঘরের আলো জ্বাললেন কতদিনের খালি পুরনো ফুলদানিটা পড়েছিল ধুলোমাখা একটু জল দিয়ে গোলাপগুচ্ছ দিতেই অবহেলায় পড়ে থাকা ফুলদানিটা হেসে উঠল চোখ পড়ল কেয়ার ছবির দিকে মুখে সেই পরিচিত মৃদু মধুর হাসি ক্যালেন্ডারের তারিখটাও জ্বলজ্বল করছে আজ ? হ্যাঁ আজই তো বিবাহবার্ষিকী 'সারাজীবন শুধুই অর্থের কেরিয়ারের পিছনে ছুটে বেড়ালাম কেয়া --এই ছোট ছোট মুহূর্ত কখন সময়ের হাত ধরে চলে গেল বুঝে উঠতে পারলাম না '-- গভীর ব্যথাভরা দীর্ঘশ্বাস সারা ঘরে ঘুরে বেড়াতে লাগল কেয়ার মুখে সেই এক অভিযোগহীন হাসি আর ফুলদানিতে হাসছে টাটকা এক গুচ্ছ গোলাপ