গল্পগুচ্ছতে প্রকাশিত লেখার বিষয়ভাবনা বা বক্তব্যের দায় লেখকের । সম্পাদক কোনভাবেই দায়ী থাকবেন না ।

সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭

সম্পাদকীয়


এই সংখ্যাটির প্রকাশে এক সপ্তাহ বিলম্ব হলো । আমার কম্পিউটার যন্ত্রটির অসহযোগিতা কিংবা আমারই নির্বুদ্ধিতার কারণে ‘গল্পগুচ্ছ’র ডকুমেন্ট ফাইলটি লোপাট হয়ে গিয়েছিল । অবেশেষে স্মৃতি থেকে লেখকের নাম মনে করে মেইলবকস ঘেঁটে লেখাগুলি উদ্ধার করে পত্রিকা প্রকাশ করলাম । এই পরিপ্রেক্ষিতে দুটি অনুরোধ করি । (১) যদি কেউ লেখা পাঠিয়ে থাকেন অথচ গল্পগুচ্ছ’র এই সংখ্যায় প্রকাশ হল না, দয়াকরে জানাবেন কিংবা (২) লেখাটা আর একবার পাঠাবেন ।  


শুভেচ্ছা নেবেন, ভালো থাকবেন ।