দলছুট ..............
রোজকার মত
দরজা খুলে বারান্দায় এসে
দাঁড়াতেই ইরার চোখে পড়ল
সামনে ইলেকট্রিক তারে সেই
একা কাকটা বসে আছে
। চিনতে না পারার
কোন কারণ নেই
- কাকটার
ডান ডানার একটা পালক
সাদা ! হ্যাঁ ইরাও অবাক
হয়েছিল,হঠাৎ দেখে ভেবেছিল
হয়ত পালক ঝরে গেছে
বা চোখের ভুল ।
কিন্তু রোজ দেখতে দেখতে
এখন বুঝেছে ওটা কোন
মিউটেশন - জেনেটিক লোচা ।
হয়ে যায় এমন কখনও
সখনও - একথা ইরার থেকে
ভালো আর কে বুঝবে
! আত্মিক
যোগ খুঁজে পেয়ে কুটুম্বিত্বেতে মন
দিয়েছিল - আজকাল বারান্দার চেয়ারে
বসে সকালের চায়ের কাপে
সিপ দেয় ইরা আর
কাকটাও ছুঁড়ে দেওয়া বরাদ্দের
বিস্কুট খুঁটে খায় ।
এরপর ইরা স্নান
, ব্রেকফাস্ট
সেরে বেরিয়ে যাবে কাজে
কাকটাও ততক্ষণে উড়ে গেছে
নিজের পেরিফেরিতে । ওকে স্বাভাবিক
কাকের দলে মিশে থাকতে
কতটা কষ্ট সহ্য করতে
হয় তা একমাত্র বুঝতে
পারে বিশেষ কোটায় চাকরীরত
নাকি চাকুরীরতা তৃতীয় লিঙ্গের
ইরা ... .