গল্পগুচ্ছতে প্রকাশিত লেখার বিষয়ভাবনা বা বক্তব্যের দায় লেখকের । সম্পাদক কোনভাবেই দায়ী থাকবেন না ।

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০১৫

দী প ঙ্ক র বে রা


কথার চাতুরী


মিরন দেখা হলেই মনের যা কথা হুড় হুড় করে বলে দেয় । বাজারে বিভাসের সঙ্গে দেখা । কি বাজার হচ্ছে কথার সাথে সাথেই বিভাস বলল  কি আর বাজার করব ? যা দাম , আর পেরে উঠছি না । আপনার আর চিন্তা কি ? মাস গেলেই ।
মিরনও ছাড়বার পাত্র নয়
  কিন্তু এই মাসে শেষে একবারই আসে । আপনার যে সব সময় তার বেলায় ।
 কিন্তু সে তো বড়ই সামান্য । এ ভাবে ওষ্ঠাগত হয়ে পড়ছি ।
 মাঝে মাঝে যখন খুব হয় তখন । তাছাড়া মাসের ব্যবস্থা করাটা এই যুগে খুব কম কৃতিত্বের নয় । তাতে কম কষ্ট হয়েছে ,
বিভাস মাথা নাড়ছে দেখে মিরন কাঁধে হাত দিয়ে বলল
 জিনিসপত্রের দাম কিভাবে বাড়ছে বলুন । কোন কিছুতেই সামাল দিতে পারছি না ।
বিভাস কথা বলার সুযোগে বলল
  আগের সরকারের বেলায় হয়তো কিছুটা ।
মিরন ফোঁড়ন কাটল
  দেশ দশ এগিয়ে যাচ্ছে । সরকার যা সব লুটেপুটে খাওয়ার তালে ।
ব্যাস বিভাস কি বুঝল কে জানে আরো কিছু বলার আগে কেটে পড়ল । আর মিরন যা বলল তার সারমর্মে বিভাস ঠিক বুঝে নিল এন্টি ।
মিরন বাড়ি ফিরে সে কথাই বলতে মা বাবা তেড়ে এল
  সমঝে কথা বলতে পার না তো কথা বলিস কেন ?
যা বাবা মিরন ভাবল বন্ধুর সাথে প্রাণ খুলে কথা বলতে পারব না ।
দিনের মধ্যে মিরন বুঝল কথাটা কত সত্যি ।