গল্পগুচ্ছতে প্রকাশিত লেখার বিষয়ভাবনা বা বক্তব্যের দায় লেখকের । সম্পাদক কোনভাবেই দায়ী থাকবেন না ।

মঙ্গলবার, ২৭ মে, ২০১৪

বিলাল হোসেন

বাদুড় বাগানের রাত

ঈশ্বর ! ঈশ্বর! বিদায়

কার যেন ডাকে কেঁপে ওঠেবাদুড়বাগানের মধ্যরাত

বাইরে শ্রাবণের শব্দ নিবুনিবু আলোতে ঘরের কানাচে ভূতভূত ছায়া ।বৃষ্টিতে , বিদ্যুতে নিভে যেতে যেতে জ্বলে ওঠেরাত দুটো আঠারো মিনিট !

:
ঈশ্বর , আমরা এসেছি বিদায় তাহলেবিদায় ..

ঈশ্বরের চোখ খোলাই ছিল , এখন শুধু ওই চোখে চিৎ আলোটি ফিরে আসে ক্ষণিকের জন্যে কিছু একটা খোঁজেন বা খোঁজার চেষ্টা করেন । উঠে বসে আধশোয়া হন ঈশ্বর।

তারপর একে একে বিদায় জানানশ্লোকমঞ্জরী।  বর্ণপরিচয়। ঋজুপাঠ। বেতাল পঞ্চবিংশতি । শকুন্তলা । সীতার বনবাস
আঙুল নেড়ে বিদায় জানান ঈশ্বর এই সময় কোলে এসে বসে আদুরে কমা বসে বসে লেজ নাড়ে । কোলন  দুইচোখ বড় বড় করে তাকিয়ে থাকে বন্ধনীতে ওম পোহায় প্রশ্ন বোধকআশ্চর্যরা

:
বিদায় যতি , বিদায় !

কিন্ত ঈশ্বর ইতিউতি তাকান । কাকে যেন খোঁজেন । দেখেন দরজায় দাঁড়ানো সেদাঁড়ি
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মুচকি হেসে চোখ বোজেন

৭০ বছর ১০ মাস দিন দাঁড়ি , দাঁড়ি টেনে দেয়

!
সবার চোখে জল
       

জুলেখার বাপ

জল-ছপছপ-করা নদীঘাটে বসে বসে ঝিমায় জুলেখার বাপ কাঁদায় পোতা লগিতে বাঁধা কোশা নাও কমবেশি ছলাত ছলাত শব্দে উঠা নামা করে আলকাতরা-ঘষা গলুই

ছানি পড়া চোখে দুরে তাকায় ।পায়ে হাঁটা পথ পড়ে আছে একা একা ।পৌষের ওশে ভেজা ।কেউ নেই ।খেয়াঘাট জনমনুষ্যহীন কলার কাঁদি হাতে কাজীবাড়ির তুজাম মিয়া হাটখোলায় যায় ।গিরা পানি ভেঙে

পাশে, ভেসাইলে বসে মাছ মারে হাসমত । বলেজুলেখার বাপ , গাঙ শুকাইয়া খালতুমি এহনো  নাও  নিয়া আছো ? গাঙ পারাপারের লোক পাইবা কই মিয়া ?

জুলেখার বাপ কথা বলে না । ভেতরে ভেতরে হাসে । বৈঠার হাতলে হাত রাখে ।
হাসমত আবার বলে- জুলেখার বাপ , মাছ মারো জোলা পাড়ার লগে যোগ দ্যাও একখান ঝাঁকি জাল নিয়া নাইমা পড় মিয়া মিঠা পানিতে কালি বাউস মারো

হাসমত ভেসাইল ওঠায় জালে অনেক কালি বাউস ধরা পড়েছে
জুলেখার বাপের মন কেমন করে ওঠে ।চোখের কোনে যেন আরও পিঁচুটি জমা হয় ।আজো কি চুলা জ্বলবে না !

হা হুতাশে মন ভারী হয় তার ভাবে, জুলেখা আর কতদিননা নাকরবে? চেয়ারম্যানের পোলা যে পেছন লেগেই আছে বাড়ির পাশেই যে নিরালা শ্যালো মেশিনের ঘর ওইখানে ডাক পাড়ে জুলেখারে খিদে যদি চিত হয়ে পড়ে যায় চাটাইয়েতবে ?

ভাবে , জুলেখার বাপ । ভাবতে থাকে