গল্পগুচ্ছতে প্রকাশিত লেখার বিষয়ভাবনা বা বক্তব্যের দায় লেখকের । সম্পাদক কোনভাবেই দায়ী থাকবেন না ।

রবিবার, ১৭ আগস্ট, ২০১৪

অনু গল্প / অসিত ঘোষ


বৃষ্টির ডাক

বাইরে ঝিনুক ওড়ানো বৃষ্টি   ক্ষমা খিলখিল নামতে চায় বিকেল চায় না মানচিত্র-চোখ মেলে ক্ষমা বলে - তবে একাই !
- না ভুগতে হবে।
ব্যস হল না ক্ষমা ভাবে,উফস্ বিয়ের আগেই যদি কতো কতো 'না'গুলো জানতাম ! এই না-কে একদিন তার ভেঙে ছড়াক্কার করার খুব সাধ হয় !

রাতে জলো হাওয়ায় ঘুম ভাসে।বিকেলের আজ সেটা বেশ পায় ক্ষমার দেহে জাগা ধরে না-র উজানে গিয়ে লুকিয়ে  ফেবুক খুলেছে ক্ষমা বিছানার ঘুমনিশ্চিত জেনে মোবাইলটা হাতে জড়িয়ে ধরে রমিত কে,সে জানতে পেরেছে দোতলার ডান- কোণের ফ্লাটটায় মা-ছেলে থাকে সিঁড়িতে মাঝেমাঝেই দেখা হয়।কিন্ত্তু 'দেখেইনি' ভান করে উবে যায় ! অথচ ফেবুকে রোজ চ্যাটে ঢুকে যেন ফরওয়ার্ড বা স্ট্রাইকার - বাংলায় কাটারি।কালো ঝেড়েছিল খুব - ফাজলামো কোরো না আজো খুলতেই একগাদার মধ্যে তারও -হাই !
ক্ষমা আজ রমিতকে লিখে - জলের ওপর দিয়ে যদি হাঁটতে বলি,পারবে।
একদম ভাঙাহাট নীরবতা একটু পরে উত্তর ভাসল স্ক্রিনে- হ্যাঁ।

বিছানার দিকে আরেকবার তাকিয়ে চুল মেলে উঠে দাঁড়ায় ক্ষমা । বৃষ্টি-উপোস দেহে ফুটফুটে রোদ ধরেছে যেন ঘরের বাইরে তখনও ফোঁটা ফোঁটা বৃষ্টির ডাক ।