গল্পগুচ্ছতে প্রকাশিত লেখার বিষয়ভাবনা বা বক্তব্যের দায় লেখকের । সম্পাদক কোনভাবেই দায়ী থাকবেন না ।

শনিবার, ১৬ নভেম্বর, ২০১৩

সম্পাদকীয়


পাক্ষিক ‘গল্পগুচ্ছ’ দুই পেরিয়ে তিনে পা দিল । ২০১১’র ১৪ই নভেম্বর ‘গল্পগুচ্ছ’ তার পথ চলা শুরু করে । বর্তমান সংখ্যাটি অতয়েব পাক্ষিক ‘গল্পগুচ্ছ’র ৩য়বর্ষের প্রথম সংখ্যা ।

একটা পাক্ষিক গল্পের পত্রিকার নিয়মিত প্রকাশ নিতান্তই দুরূহ কাজ । নবীন প্রজন্মের সৃষ্টিতে কবিতা যতটা স্থান পায় গদ্য ততটা পায় না – গুনগত ও পরিমাণগত উভয়তই । এই সময় অনেকগুলি ওয়েব পত্রিকা প্রকাশিত হচ্ছে – সবই মূলত ফেসবুক’এর নানান গ্রুপ দ্বারা পরিচালিত । সেগুলিতে কবিতার সঙ্গে দুএকটি গল্পও থাকে । কিন্তু ফেসবুক গ্রুপের বাইরে শুধুমাত্র গল্পের ওয়েব পত্রিকা খুব বেশি নেই, পাক্ষিক তো নেইই । অন্তত আমার জানা নেই ।

ফেলে আসা দু বছরে গল্পগুচ্ছ প্রয়াস চালিয়ে গেছে বাংলা গল্পকে আরো বেশি পাঠকের ঠিকানায় পৌছে দিতে এবং নবীন গল্পকারদের তুলে আনতে । সেই প্রয়াসে হয়তো কিছুতা সাফল্য পাওয়া গেছে, নাহলে ‘গল্পগুচ্ছ’ দুটো বছ পেরোতে পারতো না ।


আশা করি ‘গল্পগুচ্ছ’র তৃতীয় বর্ষের পথচলাও সার্থক হবে সুধী পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় । তৃতীয়বর্ষের পথচলার সূচনায় ‘গল্পগুচ্ছ’ সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছে ।