গল্পগুচ্ছতে প্রকাশিত লেখার বিষয়ভাবনা বা বক্তব্যের দায় লেখকের । সম্পাদক কোনভাবেই দায়ী থাকবেন না ।

শুক্রবার, ১ নভেম্বর, ২০১৩

মুস্তাইন সুজাত

 শিবুদা / একজন শিবুদার গল্প

আমাদের শ্যামলা যার ভালো নাম শ্যামল চন্দ্র দাস, এই শ্যামলার শরীরের রঙের সাথে নামের একটা অদ্ভুত মিল রয়েছে । শ্যামলা দেখতে উজ্জ্বল শ্যাম বর্ণের । লিকলিকে লম্বা গড়ন, কিশোর সুলভ চঞ্চলতা চোখে মুখে । বয়সে আমাদের সমান কিংবা কিছুটা ছোটও হতে পারে । তবে অমায়িক ব্যবহার আর বিশ্বস্ততার জন্য আমরা ওকে অনেক আপন করে নিয়েছি সেই শুরুর দিন থেকেই
সেদিন পাখিদির কাছ থেকে বিদায় নিয়ে ফিরেই শ্যামলাকে দেখতে পেলাম হোস্টেলের গেটে । একরাশ রাগ ঝারলামশ্যামলার উপরশ্যামলা যথারীতি হাসলো দুই পাটির সব কটা দাঁত বের করে । ব্যাটা এমনই, কোন সিরিয়াস কথায়ও হাসে আবার গালাগালি দিলেও হাসে ।
এরপরও যখন আমার পেছন পেছন রোমে ঢুকলো তখনই বুঝতে পারলাম আজকে গালাগাল খেয়েও শ্যামলা দমবার পাত্র নয় । ঘটনা জেনে নেয়ার এটাই মোক্ষম সুযোগ । বেশ সাবলীলভাবে শ্যামলাকে জিজ্ঞেস করলাম,
-কি রে? ওইদিনের ঘটনা কি বল তো? শিবুদারা আসার পর তুই কোথায় ছিলি? আমি কলেজ থেকে এসেও তোকে দেখতে পেলাম নাআশেপাশে ?
এমন একটা হাসি দিলো শ্যামলা,মনে হল বেশ মজা পেয়েছে আমার প্রশ্ন শুনেহাসি দেখে আমার রাগ চড়ে সপ্তমে । একটু আগে পাখিদির চোখে চরম বোকা বনে এসেছি । খুব ইগোতে লেগেছে আমারযেভাবেই হোক পাখিদিকে বোঝাতে হবে যতটা বোকা ভেবেছে আমি এতটা না ।এবার সত্যি সত্যি রেগে গিয়ে ধমকের সুরে আবারো জানতে চাইলাম । শ্যামলা যখন ভয়ে কিংবা রাগে কারো সাথে কথা বলে তখন মাঝে মাঝেই তোতলায় ।ইতস্তত করে শ্যামলা বলতে লাগলো,
-শি-শি-শিবুদা এসেই আমাকে একটা কে-কে-ক্যামেরা হাতে ধ-ধ-ধরিয়ে দিয়ে বললো ও-ও-ওটা নিয়ে সেন্ট্রাল পা-পা-পার্কে যেতে । ছ-ছ-ছবিঘরে গিয়ে শি-শি-শিবুদার কথা বলে কে-কে-ক্যামেরাটা দিলেই ও-ও-ওরা নাকি রিলটা রেখে একটা রি-রি-রিসিট দেবে । এ-এরপর কে-কে-ক্যামেরা আর রি-রি-রিসিটটা নিয়ে শিবুদার বা-বা-বাড়িতে গিয়ে তারদি-দি-দিদির কাছে দিয়ে আসতে হবে । আমি কি-কিভাবে এখানে থা-থাকবো ?
শ্যামলাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম,
-তুই যখন বেরিয়েছিলি তখন কি পাখিদি ছিল এখানে ?
শ্যামলা উত্তর দিলো,
-ন-না । ত-তখনও পাখিদি আসেনি
-তুই কতক্ষন পর ফিরে এসেছিলি ?
-দু-দুই ঘণ্টা তো হবেই । বে-বেশিও হতে পারে । 
শ্যামলাকে বেশি আর ঘাঁটালাম না সেদিনের মত এই নিয়ে পরেও ওকে আর কিছু জিজ্ঞেস করি নি । এরপর নতুন হোস্টেলে চলে এলাম আমরা শুনেছি শ্যামলাও নাকি চাকরি ছেড়ে দিয়েছে আমরা চলে আসার পরপরই । আস্তে আস্তে সব বেমালুম ভুলে গেলাম । নতুন বন্ধুবান্ধব, নতুন পরিবেশ, অন্যদিকে পড়াশুনার চাপ সব কিছু মিলিয়ে ছাত্রজীবনের ব্যস্ততায় যা হয় আর কি চোখে শর্ষেফুল দেখতে শুরু করেছি শেষ বর্ষে এসে । এদিকে অনেকদিন হয়ে গেল বুদ্ধপার্কের দিকে যাওয়া হয় না । শিবুদা, পাখিদির কোন খোঁজ খবরও নেয়ার ফুসরত মেলে না ওদিকটার আর যারা ছিল সবার সাথেই প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন । এর মাঝেই একদিন বুদ্ধ পার্ক যাব বলে মনস্থির করলাম ।
প্রায়ই কল্যাণী বি-ব্লকের দশ নম্বর সেকশন থেকে এ-ব্লকের সেন্ট্রাল পার্কে যাই কখনো ঘোষপাড়া হয়ে আবার কখনো লেক পাড়ের রাস্তা ধরে । এরি মধ্যে সেদিন দুই বন্ধুকে সাথে নিয়ে চলে গেলাম বুদ্ধপার্ক । উদ্দেশ্য শিবুদার সাথে দেখা করা, সেই সাথে পাখিদির সাথেও গল্প করে আসা যাবেবেশ করে টেলিফোন বুথের বাইরে কোথাও পাখিদির গোলাপি সাইকেলটা চোখে পড়লো নাপাখিদিকেও দেখতে পেলাম না দোকানের ভেতরেদেখলাম শিবুদার জায়গায় বসে আছে অন্য একজন । আগেও বেশ কবার দেখেছি ভদ্রলোককেআমাদের সাথেও কথা হয়েছে অনেক শিবুদা তাকে বড়দা বলে ডাকতো । আমরা ডাকতাম কৃষ্ণাদা বলে । বুথের সামনে আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে ডেকে নিয়ে ভেতরে বসালো । কৃষ্ণদার কাছে শিবুদার কথা জানতে চাইলাম । এক কথায় বলে দিলো বেশ দায়সারা ভাবে,
-শিবুর কথা আমাকে কিচ্ছু জিজ্ঞেস করিস না । ওর কোন খবর রাখি না আমি
কথার ঝাঁজে বুঝতে পারলাম কিছু একটা গোলমাল আছে বড় রকমের এর বেশিআর জানতে পারবো না ভেবে শিবুদার প্রসঙ্গ বাদ দিলাম ইচ্ছে করেইভাবছিযাবার সময় শিবুদার বাড়িটা হয়ে গেলে কেমন হয় !মাসিমার সাথেও দেখা হবে অনেকদিন পর । এদিক ওদিক তাকিয়ে পাখিদিকে খুঁজছি আমি । উসখুস করতে দেখে কৃষ্ণদা জিজ্ঞেস করলো,
-কি রে ? কাউকে খুঁজছিস নাকি ?
-আসলে ঠিক তা নাকিন্তু পাখিদিকে দেখছি না যে বড় ?
-দেখবি কিভাবে ? এত কিছুর পরও পাখি বেঁচে আছে যে ওটাই অনেক । ও আর এখানে কাজ করে না ।
-কেন ? অন্য কোথাও কাজ নিয়ে চলে গেছে নাকি ?
-কিভাবে যে বলি তোদের, পাখি চলে যাবার পেছনে ওই শিবু হারামজাদাই দায়ীথাক তোরা শুনে আর কি করবি ?
কৃষ্ণদার গলায় এখন আগের ঝাঁজটা আর নেই, বেশ মোলায়েম সুর তাই সাহস করে জানতে চাইলাম ঘটনা স্ববিস্তারেএকটা ছোট ছেলেকে ডেকে চারটা চায়ের অর্ডার দিলো । সাথে আর কিছু খাবো কিনা জিজ্ঞেস করলো । অন্যদিন হলে চায়ের সাথে টা’ও চেয়ে নিতাম নিজ থেকেই কিন্তু আজ আমি চা’তেই সন্তুষ্ট । কার তার চেয়েও তীব্র তৃষ্ণা আমার ঘটনা জানার । কৃষ্ণদা বলতে শুরু করল,
-শিবু যা করেছে, কোন মানুষ এসব করে না । তোরা বোধয় জানিস না কিছুই ? শিবু রীতিমত পাখিকে ব্ল্যাক মেইল করতো শেষ দিকে ?
চমকে উঠলাম কথাটা শুনে । অথচ পাখিদি কত আহ্লাদেই না আমাকে বলেছিল,
-জানিস শিবুআমাকে অনেক অনেক ভালোবাসে । খোঁজ খবর নেয় প্রতিনিয়ত । ইনিয়ে বিনিয়ে আরো কত কথা ? 
চুপ মেরে থাকলাম আমি । চা খেতে খেতে বাকি কথা শুনলাম । ভাবছি আমার কাছে বলা পাখিদির সেদিনের যত কথা তাতেছিল কেবলি একজনশিবুর মধ্যে একটি পাখিতার নীড় খুঁজে নেয়ার মত স্বপ্নীল আবহআর আজকে কৃষ্ণদার মুখে শুনা কথাগুলোএক করলে সারসংক্ষেপএই দাঁড়ায়,
বেশ কিছুদিন আগে থেকেই শিবুদা পাখিদিকে ব্ল্যাকমেইল শুরু করে । পাখিদির জন্য সেটা ছিল মুলত এক ধরনের তীব্র মানুষিক যন্ত্রণার শুরুআস্তে আস্তে বাড়তে থাকে শিবুদার এই অত্যাচার পাখিদি কৃষ্ণদার  কাছে সব কিছুই বলে শুধু ঐ দিনের ঘটনা ছাড়া । পাখিদি পুরু ঘটনাটাই যেইচ্ছে করে চেপে যায়সেটা কৃষ্ণদার কথা শুনে বুঝতে পারি । এও অনুমান করতে পারি শিবুদার ব্ল্যাকমেইল পর্ব শুরু হয় ওই ঘটনার পর থেকেই মানসিক অশান্তি, সামাজিক ভাবে হেয় হওয়া ছাড়াও অনেকে ব্যাপারটা জেনে ফেলাতে পাখিদি এক সময় শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে । চাকরিটা ছেড়ে দেয় ইচ্ছে করেই অবশ্য না দিয়েও তার উপায় ছিলো না । কারন জানাজানির ব্যাপারটা বেশ ঘটা করেইচাউর হয় চারদিকে । এদিকে পাখিদির ছেলেটা বড় হচ্ছে । কোন মা’ই তার সন্তানের চোখে নিজে ছোট হতে চায় না । সব কিছু বিবেচনা করে এখানখার চাকরিটা ছেড়ে দেয়াই যুক্তিযুক্ত মনে হয় পাখিদির কাছে
-পাখিদি এখন কোথায় আছে ? কৃষ্ণদাকে জিজ্ঞেস করলাম একটু সাহস করেই
-বলতে পারবো না । লজ্জায় আমিও আর যোগাযোগ করি না । শতহলেও শিবুকে তো নিজের ভাইয়ের মত দেখেছি ছোট থেকে ? এরকম একটা কাজ করবে ভাবতে পারি নি কখনো ।
-ভাইয়ের মত মানে ? শিবুদা তোমার আপন ভাই নয় ? আমরা তো জানতাম তুমি শিবুদার নিজের দাদা ?
-রক্তের সম্পর্ক না হলে কি আর আপন হয় না ! ও আমার নিজের ভাই না হলেও আমার অনেক কাছের ছিল রেকৃষ্ণদার কাঁপা কাঁপা কণ্ঠ আর চোখের কোনে ক’ফোটা জল দেখে কিছুটা খারাপ লাগলোআমরা চুপ হয়ে গেলামএকটু সময়ের জন্য । পরিবেশটা একটু হালকা হবার পর কৃষ্ণদার কাছ থেকে বিদায় নিয়ে শিবুদার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলাম
মাসিমাকে দেখতে পেলাম উঠোনে । হাতে লাঠি নিয়ে কি যেন করছেন ফুল বাগানের মধ্যেভেতর থেকে এলসেশিয়ানের দাপাদাপির আওয়াজ আসছে । গেটে শব্দ করতেই মাসিমা ঘুরে দাঁড়ালেন । আমাদের দেখে আস্তে আস্তে এসে দরজাটা খুলে দিলেন ।
-কেমন আছেন মাসিমা ? চিনতে পারছেন ?
-এই বয়সে কি আর ভালো থাকা যায় ? চিনতে পারবো না কেন ? কত দিন তোড়া আসিস না এদিকে ? আয়, ভেতরে আয় । রোমে গিয়ে বস । বলেই মাসিমা আমাদের আগে আগে পাবাড়ালেন
-মাসিমা, শিবুদাকে দেখছি না যে ? বেশ জোরেই বললাম কথাটাউদ্দেশ্য শিবুদা আশেপাশে থাকলে নির্ঘাত শুনবে এবং চলে আসবে ।
-আর বলিস না বাবা । ওকে নিয়ে যে কি করি ? বাড়িতে নূতন বৌ । তাও কি ওর বাইরে যাবার কমতি আছে ? বলি এবার ঘরমুখো হ । কে শোনে কার কথা । আমার হয়েছে জ্বালা । বলতে বলতে ভেতর ঘরে চলে গেল ।
মাসিমা যে কি বলছে শেষ দিকে আর শোনা হল না । চমকে গিয়ে মুখে রা সরে না । নতুন বৌ, এতেই বুদ হয়ে থাকলাম অনেকক্ষণমাথাটা পাকাচ্ছে, সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে মাসিমা কিছুক্ষ পর ফিরে এসে বলল,
-কানাইয়ের দোকানে খোঁজ করালাম । শিবু ওখানে নেই । তার উপর ওর মোবাইলটাও বন্ধ । বল দেখিনি, কি কারবার !
কানাই মানে আমাদের কানাইদা । চায়ের দোকান চালায় । খুব মেজাজি মানুষ । সব সময় ফুর্তিতে থাকে । এখানে যখন ছিলাম প্রায়ই চা খেতে আসতাম কানাইদার দোকানে । চায়ের দোকান চালিয়েও মানুষ কত সুখী হতে পারে, সেটা কানাইদাকে না দেখলে বুঝা যাবে না কানাইদাকে শিবুদার পার্মানেন্ট পিএস বলা চলে । কানাইদা যেহেতু মাসিমাকেই বলল না শিবুদা কোথায়, তালে নিশ্চিত আজ আর দেখা হচ্ছে না শিবুদার সাথে ।
-মাসিমা, কবে বিয়ে করালেন ছেলেকে ?
-এই তো সাত-আট মাস হল । তোদের ডাকতে বলেছিলাম বিয়েতে শিবু বলল ঠিকানা নাকি পায়নি খুঁজে
মনে মনে বললাম, বিলেতে তো ছিলাম না যে খুঁজে পাবে না । তাছাড়া পাবেই বা কিভাবে, পেলে যে কেঁচো খুড়তে সাপ বেরিয়ে যেত ? মাসিমা তার নতুন বৌকে মানে শিবুদার বৌকে নিয়ে এসে পরিচয় করিয়ে দিলেন আমাদের সাথে । বৌদির হাতের চা আর মুড়িমাখা খেয়ে নিজে থেকেই আগবাড়িয়ে নেমন্তন্ন নিয়ে বিদায় হলাম সেদিনকার মত

এদিকে রাতও বাড়ছে, অনেকটা পথ যেতে হবে সাইকেল চালিয়ে ফিরছি লেকের পাশের রাস্তা ধরে আর ভাবছি, এবার মনে হয় সত্যি সত্যি বুদ্ধু সেজে গেলাম । একবার শিবুদাকে পেলে আসল ঘটনা জানা যেত অবশ্য মাসিমার কাছ থেকে তার মোবাইল নাম্বারটা নিতে ভুলিনি । কিন্তু আজ শিবুদাই বা গেল কোথায় ?