গল্পগুচ্ছতে প্রকাশিত লেখার বিষয়ভাবনা বা বক্তব্যের দায় লেখকের । সম্পাদক কোনভাবেই দায়ী থাকবেন না ।

শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮

সম্পাদকীয়


         দেখতে দেখতে  গল্পগুচ্ছসাত বছর পূর্ণ করে আট বছরে পা দিল । ১৯১১র ১৪ই অক্টোবর পাক্ষিক গল্পগুচ্ছর পথ চলা শুরু হয়েছিল । আজ ১৯১৮র ১৪ই অক্টোবর প্রকাশিত হল গল্পগুচ্ছর ৮ম বর্ষের প্রথম সংখ্যা । 

সাত বছর আগে ভাবিনি একটা গল্পের ওয়েবপত্রিকা চালাতে পারবো । নিজের লেখা একটি মাত্র গল্প দিয়ে ব্লগ লেখা শুরু করেছিলাম । সাত বছর আগে গল্পগুচ্ছর প্রথম সংখ্যার একমাত্র গল্পটি এই সংখ্যাতেও দিলাম ।

         স্বীকার করতে আমার কোন দ্বিধা নেই যে গল্পগুচ্ছতে প্রকাশিত অনেক গল্পের কাহিনী কিংবা গল্পের বাঁধুনির মান হয়তো উত্তীর্ণ হয়না, আবার বেশ কিছু উৎকৃষ্ট ছোট গল্পও প্রকাশিত হয়েছে । আমি তৃপ্ত । অন্তত বাংলা ছোট গল্প লেখার, নবীন গল্পকারদের একটা প্ল্যাটফর্ম হিসাবেই দেখতে চাইছি গল্পগুচ্ছকে । গল্পগুচ্ছএই সাত বছরে ১৩০০ গল্প অন্তর্জালে পাঠকের ঠিকানায় পৌছে দিয়েছে এবং পত্রিকার পৃষ্ঠাদর্শন প্রায় তিন লক্ষ ছুয়েছে, এটাই বা কম কি ?

         শারদোৎসব আগত । গল্পগুচ্ছর পক্ষ থেকে গল্পগুচ্ছর পাঠক-লেখক ও সকল শুভানুধ্যায়ীকে জানাই শারদ শুভেচ্ছা । ভালো থাকুন গল্পগুচ্ছর সঙ্গে থাকুন ।