গল্পগুচ্ছতে প্রকাশিত লেখার বিষয়ভাবনা বা বক্তব্যের দায় লেখকের । সম্পাদক কোনভাবেই দায়ী থাকবেন না ।

মঙ্গলবার, ২৫ মে, ২০২১

সজল কুমার মাইতি

 


রসিক লাল


নামটা রসিক লাল l রসের ভাঁড়ার l রসে বসে থাকতে ভালো বাসে l যদিও ইংরেজী বানান অনুযায়ী নামের উচ্চারণ হওয়া উচিত রসিকা , তবে সবাই তাকে রসিক লাল ই বলে l রসিক সুরা বিলাসী, সুরারসে আকণ্ঠ সিক্ত থাকাটা তার চিরকালের অভ্যাস l রসিক লাল অবাঙালি হলে কি হবে বাংলায় বহুদিনের বাসিন্দা l বাংলা ও মোটামুটি ভালোই বলতে পারে, যদিও প্রতিটি ক্ষেত্রেই অবাঙালি টান পরিস্কার বোঝা যায় l তা সেই রসিক লাল পড়াশোনায় যত না দড়, তৈল মর্দনে একেবারে শিল্পী l রসিক লালের বহিরঙ্গ অনেকটা অসুরের মতো l কেউ কেউ আবার এই নিয়ে গল্প ফেঁদে বসে, বলে কিনা পাড়ার দুর্গাপূজোর শিল্পী শুভ পাল অসুরের জায়গায় রসিক লালকে মায়ের পায়ের তলায় বসিয়ে দিয়েছিল l যা দেখে প্রথমে দর্শনার্থীদের অনেকেই আসল না নকল বুঝতেই পারে নি l

শোনা যায় রসিক লাল নাকি পড়াশোনায় সাংঘাতিক রকমের দড় ছিল, শেষের দিক থেকে সব সময় প্রথম l অথচ ধরা করার ব্যাপারে সব সময়ই কিন্তু প্রথমের দিক থেকে প্রথম l নিন্দুকরা বলে বেড়াচ্ছে রসিক নিজে শুধু সর্বদা রসে লিপ্ত থাকে তা নয়, অন্যকে এই রস দানে কোন কার্পণ্য নেই তার। তবে এই অন্যরা তারাই যারা রসিক এর উন্নতি তে কাজে লাগবে l রসিক ছাত্র বেলা থেকেই রস প্রেমিক, এই প্রেমের ঠেলায় রাস্তা ঘাট থেকে তুলে বন্ধু বান্ধবরা অনেক বারই ধরাধরি করে বাড়ি পৌঁছে দিয়ে গেছে l স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে গিয়ে ও রসিকের রসাস্বাদন সমানে চলেছে, সুরা ও বন্ধুদের পাল্লায় পড়ে সতীর্থ ছাত্রীদের কারুর কারুর কাছে প্রেম নিবেদন করে চড় থাপ্পড় ও কপালে নেহাত কম জোটে নি l অদম্য রসিক এর জন্য তার সুরা প্রেমে কোন খামতি দেয় নি l রসিকের কলেজ উত্তীর্ণ হওয়ার গল্পেও রসের কোন কমতি নেই l রসিক লাল রস ভর্তি আভরন মন্ডিত বোতল সামগ্রী (সুরা) পর্যাপ্ত পরিমাণে পরীক্ষকদের কাছে সঠিক সময়ে পৌঁছে দিয়েছিল l অবশ্যই রসিক তার বিশেষ গুণের কার্যকারিতার সুনিপুণ ও সফল প্রয়োগ কোরে এ জিনিস সম্ভব করে তুলেছে l তারপরের বিষয় তো মার্ক্সশীট এ ' ফলেন পরিচিয়তে' l

 তালেবর রসিক লালের সুপ্ত ইচ্ছে প্রশাসক হওয়ার l সর্বভারতীয় পরীক্ষায় বসার প্রস্তুতির জন্য কঠোর পরিশ্রমের ফাঁকে ফাঁকে রসিকের সুরালাপে কোন ত্রুটি ছিল না l রসিকের সুরা প্রয়োগ নীতির সুদক্ষ রূপায়ণের ফল স্বরূপ রসিকের প্রশাসক হিসেবে রাজ্য প্রশাসনে আবির্ভাব l সুরারসিক রসিক লাল প্রশাসনের পদে অধিষ্ঠিত হয়ে ও রাজনৈতিক প্রশাসকদের নজরে আসতে ব্যর্থ হয়েছে l এই ব্যাপারে তার সুরা প্রয়োগ নীতি হয়তো তাকে আশানুরুপ ফল এনে দেওয়ার দিতে ব্যর্থ হয়েছে l কুচ পরোয়া নেই l সুরাবাদী রসিক তার জীবন উচ্চাশা থেকে কখনো বিচ্যুত হয় নি l শুধু সময়ের অপেক্ষা l অপেক্ষার ফল বরাবরই মিষ্টি হয় l তাই হল, মেঘ না চাইতে জল l সুরাবাদী রসিক আজ সর্বোচ্চ রাজ্য প্রশাসক l শোনা যায় রাজনৈতিক ব্যক্তিত্বের সুরালাপি আত্মীয়দের কল্যাণে এই পদ প্রাপ্তি l কেউ কেউ ওই আত্মীয়দের সঙ্গে রসিক লালকে বসে একসঙ্গে সুরাপানের আসরে সপরিবারে দেখার সৌভাগ্যলাভ  করেছে l 'সুরায় বসতে লক্ষ্মী' l সহকর্মীরা আবার জনান্তিকে  বলাবলি করে যে কোন অনুষ্ঠানে রসিককে আমন্ত্রন করলে রসরাজ রসিক আগেভাগেই জেনে নেন সুরার বন্দোবস্ত আছে কিনা, সুরার সুবন্দোবস্ত ব্যাপারে নিশ্চিত না হলে সুরসিক রসিক লাল তৎক্ষণাৎ তার অপারগতা জানাতে বিন্দুমাত্র দ্বিধা করে না l

 মর্দন শিল্পী রসিক হল আদতে l রসিকের মূর্খতা বিষয়ে যত কম বলা যায় ততই ভাল l একবার তো কোন এক বিষয়ে বলতে গিয়ে প্যান্ডেমিক ও এপিডেমিকের মধ্যে  গন্ডগোল পাকিয়ে ফেলে জনমানসে নিজের পুরনো পরিচয়টা আবার ও পাকা করে নেয় l হাঁ এই রকম বোকা বোকা ভুল করাটা রসিক লালের পক্ষেই সম্ভব l

রসিক একদিন রাজনৈতিক প্রভুর কাছ থেকে নোট নিচ্ছিলেন, বাংলা ঠিক না বুঝতে পারার জন্য নাকি প্রচন্ড ধমকও চাটির বাড়ি খেতে হয়েছিল l রসিক জানে পেটে খেলে পিঠে সয় l না হলে কি এই পদে আজ বসতে পারে! প্রভুর অনুপস্থিতিতে রসিকের ওপর দায়িত্ব যখন বর্তায় তখন তো তার ভূমিকা হল বাঁশের চেয়ে  কঞ্চি দড় l রসিককে দেখলে মনে হতো প্রশাসক নয় রাজনৈতিক নেতা তথ্য পরিবেশন করছেন l প্রভুভক্ত রসিক প্রভুর প্রভাবে কখনও দাদাগিরি করে বসে l হায় কপাল !

রসিক একদিন অফিসের প্রচণ্ড কাজের চাপের পর বাড়ি ফিরে রসসামগ্রী নিয়ে একটু মৌতাতের আনন্দে বুঁদ হয়ে আছে l রসলিপ্ত রসিক মাত্রাধিক রসের প্রভাবে আত্মস্থিতি বিস্মরন ঘটেছে এমন অবস্থায় প্রভুর ফোন l রাজ্যের কোথাও অকস্মাৎ কোন কিছু সাংঘাতিক ব্যাপার ঘটেছে সেজন্য তাৎক্ষণিক তলব l তাহলে কি হবে, প্রভুভক্ত রসিকের মৌতাতের প্রভাবে আত্মবিস্মরণ ঘটেছে l কে ফোন করেছে তা বোঝার ক্ষমতা তার তখন নেই l আর যা হবার তাই হোল l রসিক সুরাবিলাসে যারপরনাই বিরক্তিতে বলে উঠল 'কে বে? এখন ফোন করার সময়? রাখ' l বলেই দড়াম শব্দে ফোন রেখে দেয় l পরের দিন সকালে সব নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ ' রসিক অপসারিত, কম্পালসারি ওয়েটিং এ 'l