গল্পগুচ্ছতে প্রকাশিত লেখার বিষয়ভাবনা বা বক্তব্যের দায় লেখকের । সম্পাদক কোনভাবেই দায়ী থাকবেন না ।

মঙ্গলবার, ২৫ মে, ২০২১

পার্থ রায়

 


রামধনু


বৃষ্টির পরে রোদ্দুর উঠেছে। এখন সবকিছুই যেন ছাড়া ছাড়া। আধ ঘণ্টা এক টানা বৃষ্টি হলেই মনে হয় আষাঢ়ে বৃষ্টি বুঝি খুব ঝাঁপিয়ে হল। পায়ে পায়ে ব্যাল্কনিতে এসে দাঁড়ায় শিঞ্জিনী। ফুলের টবগুলোর একটু পরিচর্যা করে আকাশের দিকে দৃষ্টি মেলে। খুশির চোখে দ্যাখে রামধনু উঠেছে। রামধনু ওর খুব প্রিয়। কারণ রামধনু যেদিন ওঠে সেদিন ও কোন ভাল খবর পায়। সে আকাশে দেখা যাবার আগেই হোক বা পরে। রামধনু দেখা গেলে ওর স্কুলবেলার প্রিয় বন্ধু রিমির সাথে আড়ি থেকে ভাব হয়েছে। এক পশলা বৃষ্টির মাঝে সেবার বি.এর রেজাল্ট বের হল। খুব ভাল ভাবে পাশ করেছিল। ও মা! শেষ বিকেলে তিনি ঠিক উদয় হলেন। আকাশ আলো করে। শিঞ্জিনীর ভাল লাগা তখন উড়ন্ত প্রজাপতির ডানায়। এমন আরও উদাহরণ আছে। আজ দুপুরে পুলিশ স্বামীর কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার পরে ওর মনে হচ্ছিল আজ তো ওনার উদয় হবার কথা। ঠিক তাই। এক পশলা ঝিরঝিরে বৃষ্টির পরে বিকেল গড়ানো আকাশের বুকে বেশ হৃষ্টপুষ্ট শিশুর মতো খিলখিল হাসি মুখে তেনার আবির্ভাব। আকাশের বুকে এই রামধনুটার সাথে সাথে আর একটা রামধনুও খিলখিলিয়ে ওঠে। সেটা ওর মনের আকাশে।