গল্পগুচ্ছতে প্রকাশিত লেখার বিষয়ভাবনা বা বক্তব্যের দায় লেখকের । সম্পাদক কোনভাবেই দায়ী থাকবেন না ।

বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

সুধাংশু চক্রবর্তী


 
এ কোন স্বাধীনতা


আজ পনেরোই আগস্ট । সকালে পাড়ার মোড়ে তেরঙ্গা পতাকা উত্তোলনের পরপরই প্রভাতফেরী নিয়ে আচমকা দুই রঙের ঝাণ্ডাধারীদুটো দলের মধ্যে বেঁধে গেল তুমুল কাজিয়া । সেই কাজিয়া এক সময় বদলে গেলে রক্তারক্তিতে । পুলিস, লাঠিচার্জ, টিয়ারগ্যাস, ধড়পাকড়......একসময় শান্ত হলো পাড়া । ঝাটঝামেলাহীন দুপুর বিকেল উপহারে পেলো গোটা পাড়া ।

কিন্তু রাতের অন্ধকারে আপাত শান্ত পাড়া আবার অশান্ত হয়ে উঠলো । বেপাড়ার একদল গুণ্ডা এসে এই পাড়ার একটি যুবতীকে নাকি জোর করে তুলে নিয়ে গিয়েছে বাড়ি থেকে । আবার পুলিস, আবার লাঠিচার্জ । এবার আর ধড়পাকড় সম্ভব হলো না কোনো এক অজানা কারণে । মেয়েটিকেও আর পাওয়া গেল না কোথাও ।

পরদিন সকালে স্বাধীনতা দিবস পালনের জ্বলন্ত নিদর্শন স্বরূপ যুবতীটিকে পাওয়া গেল অদূরেই রেললাইনের ধারে । মৃত অবস্থায় । সম্পূর্ণ উলঙ্গ । ছিন্নভিন্ন যোনী, স্তনযুগল খোবলানো ।  

দীর্ঘনিঃশ্বাস ফেললাম । এক কোন স্বাধীনতা পেয়েছি আমরা ! এমন স্বাধীনতা তো চাইনি । তাহলে !