গল্পগুচ্ছতে প্রকাশিত লেখার বিষয়ভাবনা বা বক্তব্যের দায় লেখকের । সম্পাদক কোনভাবেই দায়ী থাকবেন না ।

রবিবার, ৪ নভেম্বর, ২০১২

‘গল্পগুচ্ছ’ ৩৮ তম সংখ্যা ৫ই নভেম্বর ২০১২ । ৪টি গল্প লিখেছেন - নন্দিতা ভট্টাচার্য, সপ্তাশ্ব ভৌমিক, অজন্তা দাশ (দত্ত) ও ওয়াসিকুজ্জামান অনি


          গল্পগুচ্ছর ৩৮ তম সংখ্যা প্রকাশিত হলো । পরের সংখ্যা প্রকাশিত হবে ১৭ই নভেম্বর । এর মাঝেই চলে যাবে  উৎসব দীপাবলী’ , ‘আন্তর্জাতিক শিশু দিবস’, এবং গল্প গুচ্ছর দ্বিতীয় বর্ষে পদার্পন । গল্পগুচ্ছর পাঠক ও শুভানুধ্যায়ীদের দীপাবলীর আগাম প্রীতি ও শুভেচ্ছা জানাই ।

        ২০১১র ১৪ই নভেম্বর গল্পগুচ্ছতার যাত্রা শুরু করেছিল । প্রথম কয়েক মাস অনিয়মিত , তারপর সাপ্তাহিক এবং পরে পাক্ষিক হিসাবে প্রকাশিত হচ্ছে । এই সংখ্যাটি ধরে গত একবছরে প্রকাশিত হয়েছে ৩৮টি সংখ্যায় টি নানা স্বাদের ছোট গল্প । বিগত এক বছরের পত্রিকা প্রকাশের অভিজ্ঞতায় বলি একটা কবিতার পত্রিকা প্রকাশের চেয়ে একটা ছোট গল্পের পত্রিকার নিয়মিয় প্রকাশ বেশ কঠিন । যারা গল্প লেখেন তাদের কাছ থেকে আরো বেশি সহযোগিতা প্রার্থনা করি । একমাত্র তাদের সহযোগিতা পেলেই গল্পগুচ্ছর নিয়মিত প্রকাশ নিশ্চিত হতে পারে ।