এপারে দাঁড়িয়েও স্পষ্ট দেখলাম রাস্তায় পরে থাকা মেয়েটির দিকে তীব্র
গতিতে নেমে আসছে প্রত্যাখ্যাত প্রেম। বারবার। অগুনতি ভীড়ের কোনে হারিয়ে যাচ্ছে
তাঁর ছেঁড়া ফাটা স্বর।
ব্যস্ত
শহর চেয়ে থাকতে থাকতে পেরিয়ে যাচ্ছে অনুভুতির অলিগলি। গভীর আতঙ্ক,
যাপনের স্থিরতা, দ্বিধাদ্বন্দ্ব তাঁর
মনকৌটোর আলো নিভিয়ে দিল। জন্ম নিল এড়িয়ে যাবার ছলনা।
সচল
ভ্রান্তির মতো আমিও উদ্যোগী হই। সন্তর্পণে সুড়ঙ্গ খুঁড়ি পালিয়ে যাবার। ফুটফুটে
মেয়েটির নামে একটুকরো ভিজে-মন উৎসর্গ করে এগিয়ে
চলি মখমলি জীবনের দিকে।
ঠিক
সেই মুহুর্তে শহরের সর্বোচ্চ ইমারতের ছাদ থেকে ঝাঁপ দিল অযত্নে ফেলে রাখা আমার
মহানুভবতা। রক্তাপ্লুত নৈতিকতা ও বিবেক তাঁর দেহ থেকে বিছিন্ন হয়ে ছিটকে এসে লাগল
আমার কর্পোরেট পিঠে।
মৃত
মুঠোয় এক মুখোশ, অত্যন্ত্য বিনয়ী।