ভুতের সাথে কিছুক্ষণ
আরে চ্যাটার্জী বাবু
কোথায় যাচ্ছেন সন্ধ্যে বেলায়? আপনি জানেন না বোধ হয় আজ ভূত চতুর্দশী l আজকে ভূতদের
স্পেশাল দিন l. আজ ওরা স্বেচ্ছায় যেখানে ইচ্ছে যেতে পারে l যা খুশি তাই করতে পারে
l কেউ বাধা দেওয়ার নেই l তা আপনি কি ভূতের নৃত্য দেখতে চান?  
-আপনি কে মশাই?  এত সব প্রশ্ন
করার?  
-এই দ্যাখো চটছেন কেন? 
- একটু রসিকতা করলাম
l মনে কিছু করবেন না l তা চলুন না একটু পুকুর পাড়ে নিরিবিলি যায়গায় যাই l বুঝতেই ত
পারছেন. একা একা এখানে একটু বসে ছিলাম l আপনাকে দেখে একটু খেজুরে পিরিত করতে ইচ্ছে
হল ! 
- সেটা আবার কি?  
- বলছি বলছি আগে চলুন
ত আয়েশ করে একটু পুকুর পাড়ে বসা যাগ l ওদিকটায় যাবেন না l ওই পোড় বাড়িটার সামনে একটা
বেল গাছে ব্রহ্ম দৈত্য আছে l 
-কে কে আপনি?  আপনাকে
ত দেখিনি এদিকে ! 
-দেখবেন কি করে আমি ত
এখানে বেশি দিন থাকি না.মাঝে মাঝে আসি আবার চলে যাই l 
-আপনি কি করে জানলেন
ব্রহ্ম দৈত্য আছে বলে?  আর ব্রহ্ম দৈত্য কি কেউ কোন দিন দেখেছেন?  না শুনেছেন?  
-জানি জানি আমার কথা
শুনলে আপনিও বিশ্বাস করবেন মশাই , চলুন ওই পুকুর পাড়টায় বসি.আপনাকে পুরো কাহিনী টা
শোনাবো l 
-আপনাকে চিনি না জানিনা
কখন দেখিনি  আমাকে কেন ডাকছেন কাহিনী শোনানোর জন্য?  আমি ই বা
যাব কেন?  বলুন ত?  
-আসবেন আসবেন আস্তেই
হবে.ওই কাহিনীর টান এমন,  কেউ না এসে পারে না ! 
-আপনি আমার নাম জানলেন
কি করে বলুন ত?  
-জানতে হয় l ওটাই আমাদের
নিয়ম ! 
-তাই বুঝি? 
 -হ্যাঁ তাই l 
-ভদ্রলোক একটু বেশি কথা
বলছেন না ! মনে মনে ভাবি l 
-ও আপনি ভাবছেন আপনাকে
কেন ডাকছি?  চিন্তা করবেন না. আমি চোর ডাকাত নই l আপনার মতন এক সাধারণ মানুষ l
আমার ও স্ত্রী পুত্র পরিবার ছিল l এখন অবশ্য আমি একা. তাই লোক দেখলেই তাকে আপন করার
সূত্র খুঁজি l 
-সূত্র খোঁজেন মানে
! 
-এই দেখ সব কথা ওরকম
টেড়া বেঁকা করে দেখলে চলে.মানুষকে বিশ্বাস করতে হয় l 
-আমার সংসারে আমি আর
আমার স্ত্রী l আমাদের এক পুত্র সন্তান l সে ত থাকে সুদূর আমেরিকায় তাই আমি আর আমার
বেটার হাফ থাকি l  দিনের মধ্যে দু একটা কথা ছাড়া কথা বলার লোকের অভাব l ওই
খেতে দেওয়ার সময় আর ওষুধ খাওয়ানোর সময় ছাড়া আমাদের মধ্যে  বড় একটা
কথা বার্তা হয়না l এর মধ্যে আমার একটা স্ট্রোক হয়ে গেল. মরে যেতাম তবে বেঁচে
গেলাম l   ডাক্তার বাবু এঞ্জিওগ্রাফি করে বাঁচালেন l এ যাত্রায় যোম
নিতে পারলোনা. তবে চিত্রগুপ্তর খাতা দেখে জম বলেন তোর মৃত্যু অনিবার্য l 
ঠিক তাই হল l পরের স্ট্রোকে
খতম l এখন দিব্বি ঘুরে বেড়াচ্ছি l লোকের সংগে কথা বলছি l ও চ্যাটার্জী বাবু আপনার কি
হল?  
আর চ্যটার্জি বাবু
!!!!  ভূত  ভূত বলে ওইখানেই জ্ঞান হারালেন l 
কি মুস্কিল ! আমি কি
ভূত নাকি?